বুস্টিং হচ্ছে একটি পেজের কোন নির্দিস্ট পোষ্ট বুস্ট করা যাতে অনেক মানুষ দেখতে পারে। সাথে কিছু টার্গেট সেট করা যায়। যেমন, বয়স – ইন্টেরেস্ট – লোকেশন ইত্যাদি।
আমরা সবাই বুস্টিং করি। এটাও সত্য অনেকে বুস্ট করেই অনেক ভালো কিছু রেসাল্ট পাচ্ছেন। অনেকে হতাশ। সব থেকে বড় ব্যপার হচ্ছে বুস্টিং এ কোন প্লান নাই – শুধু ভাইরাল হওয়া ছাড়া। শুধু মাত্র হট কাস্টমার ছাড়া কোল্ড ট্রাফিক তেমন টানে না।
এর দ্বারা অনেক হওয়া সেল নষ্ট হয়। এবং সেগুলো অন্য কোথাও থেকে সেল হয়।
মার্কেটিং হচ্ছে সঠিক প্লান করে ফানেল এর মাধ্যমে রিলেশন বিল্ড করে ভ্যালু তৈরি করে লং টাইম ধরে সেল করা।
এই ডলার দিয়ে বুস্ট করলাম আর সেল হল এমন না। একটা ভ্যালু তৈরি করে তারপর ১ম প্রোডাক্ট থেকে আপ-সেল করে যাওয়া। এবং এক ক্লায়েন্ট থেকে আরও অন্য ক্লায়েন্ট পাওয়া।
এখন হইতো প্রশ্ন আসবে – ভাই ফানেল এ দেশে খাঁয় না – কারণ বেশি ভাগ কাস্টমার ইমেইল ব্যবহার করে না বা চেক করে না।
ফানেল যে শুধু ইমেইল ছাড়াও হয় হইতো এই আইডিয়া আমাদের নাই।যদি আপনি রিসার্স করে দেখেন প্রটেনশিয়াল কাস্টমার ২লাখ বিশ্বাস করেন তাহলে তার মধ্যে ১ লাখ ৮০ হাজার হল কোল্ড। এদের শুধু বুস্ট দিয়ে গরম করা কঠিন। তবে সঠিক ভাবে ফানেলে ফেলে রান্না করলে এরা অনেক গরম হয়।
আরও অনেক বিষয় আছে ক্রস অ্যাড – টেস্ট – কাস্টম ওডিয়েন্স থেকে শুরু করে ফলো আপ।
যেভাবে কম্পিটিশন বাড়ছে – আমরা এখনি যদি প্লান মাফিক না আগায় তাহলে আগামী ১-২ বছরে অনেক কিছুই হবে না । কারণ ডাটা তৈরি যারা আগে করবে তারা অবশ্যই সবার আগেই থাকবে।
তাই আমি মনে করি – শুধু $ মূল্য দিয়ে বুস্টিংর পিছনে না দৌড়ে রিয়েল মার্কেটিং প্লান করে লং গেম খেলা উচিত। হইতো ইনস্ট্যান্ট সেল কম দিলেও ভবিষ্যতের দৌড়ে আপনি থাকবেন সবার আগে।