উত্তর – এটা খুব কমন প্রশ্ন। বুঝলাম ডিজিটাল উদ্যোক্তা হব এবং ডিজিটাল মাধ্যম দিয়ে ব্যবসা শুরু করবো কিন্তু খুঁজে পাচ্ছি না শুরু করবো কি নিয়ে ?
মানুষ সাধারণত ৩টী ব্যপারে টাকা খরচ করে – ১) solution 2) emotion 3) recreation
সল্যুশন = সমাধানআমরা সারা দিনে কত সমস্যার সম্মুখীন হই – যেহেতু আমি হচ্ছি তাঁর মানে অনেকে হচ্ছে। যদি আমি এই সমস্যা গুলোর মধ্যে কোন একটি নিয়ে কাজ করতে পারি মানুষ আমার থেকে সমাধান নিবে। অথবা অনলাইনে প্রতিদিন মানুষ কত রকমের সমস্যা নিয়ে কথা বলছে আমি যদি কোন একটার সমধান দিতে পারি তাহলে তো ব্যবসা শুরু।
যেমন ধরুন… আপনার পরিবারের জন্য সপ্তাহে প্রায় দিন সকালে উঠে বাজার করতে হয়। যেহেতু আপনি শহরে থাকেন এটা অনেকের জন্য কঠিন। বাজার করে হোম ডেলিভারি সার্ভিস করে দিলে সমাধান হয়। caldal.com এই সমস্যার সমাধান করে এখন অনেক বড় একটি উদ্যোক্তা।.
ইমোশন – আবেগএটা খুব ভালো একটি জিনিস যার জন্য মানুষ কেনাকাটা করে। আমাদের পরিবারের জন্য আবেগ কাজ করে তাই বাজারে ভালো কিছু বা নতুন কিছু দেখতে আমরা পরিবারের অন্যদের জন্য নিয়ে আসি। তেমনি সব মানুষই এই কাজ করে।
যেমন – নবজাতক বাচ্চাদের জন্য যদি ইউনিক প্রোডাক্ট দেখা হয় যা নরমাল দোকানে পাওয়া যায় না – তাহলে নতুন বাবা মা নিতে পছন্দ করে – কারো জন্মদিনে সুন্দর গিফট দেয়া যায়। গিফট আইটেম প্রোডাক্ট দিয়েও ভালো উদ্যোক্তা হওয়া সহজ।
রিক্রেসন – বিনোদনবিনোদন ছাড়া জীবন পানশে। তাই এই মার্কেট খুব ভালো। ট্যুরিজম ব্যবসা এখন দেশে জমজমাট। অনেক ফেসবুক গ্রুপ থেকে বড় বড় ট্যুরিজম ব্যবসা হয়ে গেছে। সাথে আরও অনেক রকমের বিনোদন প্রোডাক্ট আছে যা অনলাইনে সহজে বিক্রয় করা যায়।
এখন আপনার কাজ হচ্ছে – কমপক্ষে ১০টী সমস্যা বা প্রোডাক্ট লিস্ট করা যা উপরের ৩টার যে কোণ একটার সাথে মিলে। এবং আপনি সেগুলো প্রোডাকশন বা সেগুলো নিয়ে কাজ করতে সক্ষম।