আইডিয়া থেকে শুরু হয় একজন উদ্যোক্তার পথ চলা। অনেক ছোট আইডিয়া একসময় অনেক বড় হয়। ফুলে ফেঁপে বিশাল আকৃতি ধারণ করে।
ফেসবুকের মালিক চিন্তা করেছিল তাঁর ক্লাসমেটদের সাথে যোগাযোগ এর মাধ্যম তৈরি করবে কিন্তু এখন এটা দুনিয়া ব্যাপী।
শুরুর চিন্তা – আইডিয়া ছোট হলেও পাত্তা দেয়া উচিত। অনেকে চিন্তা করি আমি এত শিক্ষিত মানুষ এত ছোট কাজ কিভাবে করবো? আর এভাবেই অনেক সম্ভাবনার মৃত্যু হয়।
আইডিয়া ০১
–আপনার এরিয়ার অনেকে কাপড় আইরন করতে দেয়। কাপড় নিয়ে যাওয়া নিয়ে আসা ঝামেলা। আপনি এই ঝামেলার সমাধান করে কিছু শুরু করতে পারেন। হোম ডেলিভারি।
আইডিয়া ০২ –
আপনি ঘুরতে পছন্দ করেন। শুরুতে নিজের এলাকা কেন্দ্রিক ছোট গ্রুপ করেন অনলাইনে। বিভিন্ন কাছের টুরিস্ট স্পট গুলো নিয়ে কাজ করেন। গ্রুপের মেম্বার দের বলেন। স্বল্প মূল্যে আসে পাশে টুর দিয়ে শুরু হোক। বিশ্বাস জন্মালে বড় কিছু করা সম্ভব।
আইডিয়া ০৩ –
আপনি কোন বিষয়ে এক্সপার্ট হলে সেই এক্সপার্টিস কাদের লাগে সেটা বের করুন – এবং তাদের ফ্রি সার্ভিস দিন দরকার হলে। ভালো হলে তারাই পে করা শুরু করবে। যেমন, গ্রাফিক্স ডিজাইন – ডেভেলপমেন্ট — মার্কেটিং। ইত্যাদি
আইডিয়া ০৪ —
যে কোন প্রোডাক্ট যা মানুষের কোন সমস্যার সমাধান করবে এবং আপনি তা সাপ্লাই দিতে পারবেন – এমন কিছু সেল করতে পারেন। হতে পারে জামা কাপড় – কস্মেটিক – স্কিন কেয়ার – জুয়েলারি – ইত্যাদি
আইডিয়া ০৫ —
আপনার এলাকার যা বিখ্যাত যা অন্য এলাকায় নাই – এবং চাহিদা আছে। তা আপনি অন্য এলাকায় অনলাইনে সেল করতে পারেন। যেমন, কক্সবাজার বা কুয়াকাটার – শুটকি , নাটোরের – কাচা গোল্লা – দিনাজপুরের= লিচু ।