কিছু ভুল আমরা এখানেই করে থাকি – যার কারণে আমরা অনেকে বিসমিল্লাতে শেষ হয়ে যাই।
কি সেই ভুল?
আইডিয়া সিলেক্ট করার পর আমরা সরাসরি চলে যাই প্রোডাক্ট কিনতে অথবা সার্ভিস হলে অফিস এবং অন্য সব করতে। যাতে আমরা ১০০% কনফিডেন্টের সাথে ইনভেস্ট করি এবং সব করার পর যখন মাঠে নেমে দেখি সেল হচ্ছে না তখন মাথায় হাত এবং উদ্যোক্তা ভালো না বলে গালি দেই।
তাহলে মার্কেট কিভাবে বুঝবো?
তাহলে আমাদের আইডিয়া নাম্বার ২ দিয়ে শুরু করি।🥗আপনি ঘুরতে পছন্দ করেন। অনেক জায়গা নিজে ঘুরেছেন এবং ভালো আইডিয়া আছে। তাই ভাবলেন ট্রাভেল এজেন্সি খুলে উদ্যোক্তা হবেন। ( ভালো কথা ) 🤲
১ম মাথায় আসলো ট্রাভেলের বিজনেস করতে তো অফিস লাগবে। লোকজন লাগবে। অনেক ইনভেস্ট ! ⛔️এখানেই থামুন । মার্কেট যাচাই করতে হবে যে — 👇
তাহলে ১ম আপনার কাজ হচ্ছে নিজের আসে পাশের মানুষের সাথে কথা বলা এবং ফ্যামিলি বা বন্ধুদের নিয়ে ছোট একটি ট্যুর দেয়া। এতে আপনি বুঝতে পারবেন আপনি কতটুকু যোগ্য। অথবা এলাকা কেন্দ্রিক একটি ছোট গ্রূপ খুলে কাছের সবাইকে এড করুন। ট্যুর নিয়ে কথা বলুন – যারা আগ্রহ প্রকাশ করে তাদের নিয়ে খুব কম প্রফিট করে একটি ট্যুর দিন।
যদি সব ভালো হয় তাহলে বুঝবেন মার্কেট ভালো – সামনে আগানো যায়। না হলে অন্য কিছু চেষ্টা করুন।
অন্য সব ক্ষেত্রে একই – ডিজিটাল উদ্যোক্তাদের এই সুবিধা। যে কোন প্রোডাক্ট আগেই কিনবেন না। আগে ৫-১০ টী সেল করবেন তারপর চিন্তা করবেন কিছু প্রোডাক্ট স্টক করার। যদি দেখেন ভালো যাচ্ছে না – ১০ দিনে মাত্র ২ জন কিনছে – তাহলে ঐ দুই জনকে দুঃখিত বলুন। এতে ঐ দুইজনেও ক্ষতি হবে না কারণ তারা তো আডভান্স পে করেনি।
মার্কেট যাচাই আগে – এই প্রসেসকে আমরা টেস্ট বলি। কারণ অন্যজনের একটি প্রোডাক্টে ভালো বিজনেস হচ্ছে বলে যে আপনাও হবে এই ধারনা ভুল।
আরেকটি কথা – উদ্যোক্তা মানে ব্যবসা – আর ব্যবসা মানে বিক্রয় – আর বিক্রয় মানে মানুষকে কনভেন্স করা। সবার আগে আপনার আসে পাশের মানুষকে কনভেন্স করতে হবে – আপনি যদি আপনার পাশের মানুষকে কনভেন্স না করতে পারেন তাহলে অপরিচিত অন্যকে কিভাবে করবেন। হয় আপনি ভুল মানুষের পাশে আছেন অথবা আপনার দ্বারা উদ্যোক্তা হওয়া সম্ভব নয়। 🚫