উত্তর – ব্যবসা হোক অনলাইন অথবা অফলাইন দোকান কিন্তু লাগবেই। দোকান ছাড়া মানুষ কিভাবে এবং কোথা থেকে কিনবে?
একটি দোকান করতে অনেক খরচ – যেমন, দোকান ভাড়া – দোকান ডিজাইন ডেকোরেশন সহ মালামাল তোলা। 😢
উপরের ব্যপারটা হতে পারে অফলাইনের ক্ষেত্রে কিন্তু অনলাইন দোকানের ক্ষেত্রে একেবারেই ফ্রি – দোকান ভাড়া থেকে শুরু করে ডেকোরেশন ও মালামাল সব ফ্রি 😀
এটা ডিজিটাল উদ্যোক্তা হওয়ার আরেকটি বড় সুবিধা।
কিভাবে – ?
একেবারে শুরুতে আমরা অনেকে ভুল করি – যেমন ওয়েব সাইট করতে যাই – যা একটা ভুল খরচ। ঐটাও করবো কিন্তু বিজনেস দাঁড়ানোর পর। শুরু করবো একটি ফ্রি ফেসবুক পেজ খোলার মধ্য দিয়ে।
ফেসবুল পেজ খোলা সম্পুর্ন ফ্রি – যারা জানেন না কিভাবে খুলতে হয় তাদের জন্য নিচে দুইটি ভিডিও দিয়ে দিচ্ছি – একটি কম্পিউটার থেকে কিভাবে খুলতে হয় আরেকটি মোবাইল থেকে কিভাবে খুলতে হয়।
- মোবাইল থেকে কিভাবে খুলবেন – https://www.youtube.com/watch?v=VtNYmforvds
- ডেস্কটপ থেকে কিভাবে খুলবেন – https://www.youtube.com/watch?v=YExr9K8JvIk
– ভিডিও দেখে খুলে ফেলুন আপনার দোকান –