আগে দর্শন ধারী তারপর গুন বিচারী
উপরের কথাতেই বুঝা যায় যদি একটি দোকান দেখতে সুন্দর না হয় তাহলে ভিতরের প্রোডাক্ট যত ভালোই হোক মানুষ আসবে না।
তাই আসুন শিখে নেই কিভাবে একটি দোকানের ডেকোরেশন করবো।
সর্বপ্রথম আমাদের ডিজিটাল দোকানের কি দেখি – নাম/name
ব্যবসা নাম —
অবশ্যই ব্যবসা নাম আপনার প্রোডাক্টের সাথে মিল থাকতে হবে। যাতে নাম শুনলেই আন্দাজ করা যায় এবং সহজ হতে হবে। যাতে মানুষ সহজেই মনে রাখতে পারে। আইডিয়ার জন্য আপনার বিজনেস রেলেটেড অন্যদের নাম দেখুন। এবং অবশ্যই ঐ নামের ডোমেইন বা ওয়েব সাইট আছে কিনা চেক করুন – কারন ভবিষ্যতে তো ওয়েবসাইট লাগবেই-
আরা আমার মত যাদের একেবারেই আইডিয়া মাথায় আসে না তাদের সুবিধার জন্য এই ওয়েবসাইট ব্যবহার করতে পারেন — https://leandomainsearch.com/
লোগো —
এটা হচ্ছে সেই পিকচার যা দেখলে মানুষের মাথায় আপনার দোকন চলে আসে। ধরুন পেপসির লোগো যেখানেই দেখি না কেন পেপসির বোতল মাথায় আসে এমন একটি লোগো।
প্রোফাইল পিকচার —
আমাদের ফেসবুক প্রোফাইলে যেমন আমরা নিজের ফটো দেই তেমনি বিজনেস পেজে লোগো সহ একটা ভালো প্রোফাইল পিক ডিজাইন করে দিতে হবে।
কভার পিকচার —
বিজনেস পেজে একটু সুন্দর কভার পিক দিতে হবে যাতে মানুষ পেজে এসে একটু ভালো ফিল করে বিশ্বাস করে যে না এরা প্রফেশনাল।
এসব আপনি নিজেও করতে পারেন – কিছু দিনের মধ্যে আমি ভিডিও দিতে দিবো — অথবা ভালো কোন এজেন্সি থেকে করে নিতে পারেন ( বেশি থেকে বেশি খুব অল্প কিছু টাকা ইনভেস্ট হবে ) ( https://www.facebook.com/okdigitallab.bd/) রিকমেন্ডেড এজেন্সি –
About সেকশন নিয়ে কাজ করতে হবে – এখানে আপনার ঠিকানা এবং বাকি সব ইনফরমেশন দিতে হবে। যেমন, মোবাইল নাম্বার, ইমেইল, Open Time. ইত্যাদি
বাটন —
একটি মেইল বাটন ঐটা কল বা Send Message করে দিতে হবে।
আপনি যে সমাধান করছেন সে রেলেটেড কিছু পোস্ট করুন – গুগোল সার্চ করে ভালো কিছু আর্টিকেল পোস্ট করুন পারলে কিছু ভিডিও।
ব্যাসিক দোকান সাজানো হয়ে গেল। আহ এবার কি ?
প্রোডাক্ট তুলতে হবে যে ! 😳