দোকান যত সুন্দরই হোক না কেন খালি দোকানে কাস্টমার আসবে না।
অফলাইনে দোকান ভরাতে গেলে মোটামটি ভালোই ইনভেস্ট করতে হয়। কিন্তু অনলাইনে আমার মতে এক টাকাও লাগে না। 😱সিরিয়াসলি !!
এটাও ডিজিটাল উদ্যোক্তা হওয়ার অনেক বড় সুবিধা।
কিভাবে আমাদের দোকান ফিল-আপ করবো। আপনি মার্কেট টেস্ট করেই প্রোডাক্ট পেয়েছেন। আমরা যে ভুল করি সরাসরি কিছু প্রোডাক্ট স্টক করি।
শুরুতে স্টক না করে শুরু অল্প কিছু কিনে – সুন্দর ভাবে ফটো তুলে পারলে গ্রাফিক্স করে পেজে পোস্ট করতে হবে। এবং সুন্দর কিছু ক্যাপশন লিখতে হবে। ফটোগ্রাফি এবং গ্রাফিক্সে অনেক টাকা লাগে এটা যারা মনে করেন তাদের জন্য নরমাল পিক তুলে ন্যাচারাল ভাবেই পোষ্ট করুন।
এভাবে মোটামোটি ৫-১০ টা পোষ্ট করতে হবে। পেজের প্রোডাক্ট সেকশন থাকলে সেখানে টাইটেল এবং ডিস্ক্রিপ্সন দিয়ে কিছু আপ করতে হবে।
আসল কথা হচ্ছে কেউ পেজে ঢুকে যেন বিশ্বাস করে। সাথে আসে পাশের ভালো বন্ধু বা যাদের দিয়ে মার্কেট টেস্ট করেছেন তাদের পেজে রিভিও দেয়ার জন্য রিকোয়েস্ট করতে হবে।
এখন আমাদের দোকান পুরাপুরি সুন্দর ভাবে ডেকোরেটেড – আসুন হিসেব করি কত টাকা গেলও
যাই হোক — যা গেছে ভালোই গেছে –
এবার মানুষকে জানাতে হবে – কারন মানুষ না জানলে কিভাবে আসবে দোকানে?