উত্তর — উদ্যোক্তা মানে নিজের উদ্যোগ কিছু করা। যে উদ্যোগ নেয় সেই উদ্যোক্তা। আর যে অন্যের উদ্যোগে কর্ম করে সে চাকুরে। তাহলে সোজা ভাষায় বলতে পারি ব্যবসায়ী একেকজন উদ্যোক্তা।
ডিজিটাল উদ্যোক্তা কি? ডিজিটাল ব্যবসা কি ?
দুনিয়া যখন ডিজিটাল তখন অনেক কিছুই ডিজিটাল করা সম্ভব। সে ভাবে ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে কোন উদ্যোগ গ্রহণ করা বা ব্যবসা করাই হল ডিজিটাল উদ্যোক্তা।যেমন , উবার – যাদের কোন নিজস্ব গাড়ি নাই কিন্তু শুধু মাত্র ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে সব থেকে বড় গাড়ির ব্যবসা করছে।যেমনটি আমাদের দেশীয় কোম্পানি পাঠাও।দারাজ – নাই কোন দোকান কিন্তু প্রতিমাসে হিউজ পরিমান প্রোডাক্ট সেল করছে।
তাহলে আপনি কিভাবে হতে পারেন ?খেয়াল করুন আপনি কি কি ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করেন।
- ১) ফেসবুক
- ২) গুগোল
- ৩) ইউটুব
- ৪) ইন্সটাগ্রাম
- ৫) টুইটার
- ৬) এসএমএস ইত্যাদি
আপনার সাথে কত মানুষ একই প্লাটফর্ম ব্যবহার করে। আপনি এমন কি কোন সমস্যার সমাধান করতে পারবেন যা অন্যদের প্রয়োজন। যা হতে পারে যে কোন বৈধ কিছু। কোন প্রোডাক্ট বা সার্ভিস।যদি এই সমস্যা পেয়ে জান তাহলে আপনি উদ্যোক্তা হতে দেরি নেই।