ইংরেজিতে কথা আছে – Story sell = গল্প সেল হয়
মানুষ মানেই ইমোশন থাকবে। ইমোশন মার্কেটিং অনেকটা সহজ যদি সঠিক জায়গায় আগুন ধরানো যায়।
সচারাচর একটা ভুল বা কমসেন্সের অভাব সব জায়গায় দেখা যায়। বিশেষ করে গ্রুপে বেশি। আর আমরা যারা গ্রুপ এডমিন আছি আমরা সব থেকে বেশি জানি।
অনেক পোস্ট ইচ্ছে করলেও গ্রুপে করা যায় না কেন?
নিচে আমি দুইটা পোস্ট লিখবো – আপনি বিচার করে বলবেন – আপনি এডমিন হলে কোনটা এপ্রুপ করতেন। এবং দুইটায় একই প্রোডাক্টের মার্কেটিং হবে।
১) —–
হ্যালো গ্রুপবাসি। আমি নতুন পেজ খুলে বিজনেস শুরু করেছি। আশা করি সবাইকে পাশে পাবো। সবাই লাইক দিয়ে পাশে থাকুন। [ পেজ লিঙ্ক ]
২) ————
প্রথমের ধন্যবাদ জানাতে চাই এডমিন সহ সকল মেম্বারদের যারা আমাকে আজ এই পর্যায়ে আসতে সাহায্য করেছেন।সেই ছোট বেলা থেকেই ইচ্ছে ছিল কিছু একটা করবো। কিন্তু কি রেখে কি করবো বুজতেই পাচ্ছিলাম না।
এই গ্রুপে এসে অনেক কিছু শিখে সাহস করে মাঠে নেমেছি। এখন আমি আমার ঘরের তৈরি এই প্রোডাক্ট তৈরি করে সেল করছি। কেবল যেহেতু শুরু করলাম – আশা করি সবার হেল্প পেলে আরও এগিয়ে যাবো।
বিজ্ঞজনেরা অবশ্যই আমার পেজ ভিসিট করবেন এবং ভুল গুলো বলে দিবেন। আর হ্যাঁ —
যেহেতু এটা আমার পরিবার – তাই এই পরিবারের জন্য ২৫% ডিস্কাউন্ট থাকলো
[পেজ লিঙ্ক]
এখন আপনি বলুন কোন পোস্ট একজন এডমিন এপ্রুপ করবে?
তাই ফ্রি মার্কেটিং তে অবশ্যই জানতে হবে কিভাবে স্টোরি তৈরি করা যায়। প্রোডাক্ট সেল হবে কিন্তু দেখবেন তার আগে আপনার স্টোরি সেল হচ্ছে – অনেকে শেয়ার করবে।
আমরা যারা ডিজিটাল উদ্যোক্তা হতে চাই তাদের এই কমন্সেন্স টুকু থাকা জরুরী।
এমন কি পেইড মার্কেটিং এ ও স্টোরি জরুরী। একটা ভালো গল্প দিয়ে ২০০ টাকার প্রোডাক্ট ২০০০ টাকা সেল করা যায়।
এবং Story telling ফ্যানেল এর অংশ।