দোকান যত সুন্দরই হোক না কেন খালি দোকানে কাস্টমার আসবে না। অফলাইনে দোকান ভরাতে গেলে মোটামটি ভালোই ইনভেস্ট করতে হয়। কিন্তু অনলাইনে আমার মতে এক টাকাও লাগে না। 😱সিরিয়াসলি !! এটাও ডিজিটাল উদ্যোক্তা হওয়ার অনেক বড় সুবিধা। কিভাবে আমাদের দোকান ফিল-আপ করবো। আপনি মার্কেট টেস্ট করেই প্রোডাক্ট পেয়েছেন। আমরা যে ভুল করি সরাসরি কিছু প্রোডাক্ট…
Author: মুজতাহিদ
Inbound Vs Outbound Marketing Strategy
মার্কেটিং হোক ডিজিটাল হোক এনালগ – সর্ব প্রথম আপনাকে জানতে হবে কিছু মার্কেটিং ব্যাসিক। inbound or outbound কিভাবে আপনি প্লান সাজাবেন তা পুরাপুরি নির্ভর করে আপনার উপর | InBound – অন্তর্মুখী এই মার্কেটিং হচ্ছে আপনি এমন ভাবে মার্কেটিং করবেন যাতে মানুষ আপনার কাছে আসবে। যেমন, খুব সাজানো গোছানো এবং ইনফরমেশন নিয়ে একটা ব্লগ পোস্ট। যেটা…
পর্ব – ৬.২ – ডিজিটাল দোকান ডেকোরেশন।
আগে দর্শন ধারী তারপর গুন বিচারী উপরের কথাতেই বুঝা যায় যদি একটি দোকান দেখতে সুন্দর না হয় তাহলে ভিতরের প্রোডাক্ট যত ভালোই হোক মানুষ আসবে না। তাই আসুন শিখে নেই কিভাবে একটি দোকানের ডেকোরেশন করবো। সর্বপ্রথম আমাদের ডিজিটাল দোকানের কি দেখি – নাম/name ব্যবসা নাম — অবশ্যই ব্যবসা নাম আপনার প্রোডাক্টের সাথে মিল থাকতে হবে।…
পর্ব – ০৬.০১ — ডিজিটাল দোকান কিভাবে খুলবো?
উত্তর – ব্যবসা হোক অনলাইন অথবা অফলাইন দোকান কিন্তু লাগবেই। দোকান ছাড়া মানুষ কিভাবে এবং কোথা থেকে কিনবে? একটি দোকান করতে অনেক খরচ – যেমন, দোকান ভাড়া – দোকান ডিজাইন ডেকোরেশন সহ মালামাল তোলা। 😢 উপরের ব্যপারটা হতে পারে অফলাইনের ক্ষেত্রে কিন্তু অনলাইন দোকানের ক্ষেত্রে একেবারেই ফ্রি – দোকান ভাড়া থেকে শুরু করে ডেকোরেশন ও…
পর্ব — ০৫ — মার্কেট টেস্ট
উদ্যোক্তা যদি ডিজিটাল না হয় তাহলে মার্কেট টেস্ট অনেক কঠিন হয়ে যায়। কারণ আপনি হইতো দেখছেন আপনার বন্ধুর দোকানে ডিম অনেক সেল হচ্ছে – সেইটা টেস্ট রেসাল্ট মনে করে ডিমের দোকান দিয়ে দেখলেন আপনার সেল হচ্ছে না। তখন মাথায় হা ারণ অলরেডি আপনি অনেক ইনভেস্ট করে ফেলেছেন। ডিজিটাল উদ্যোক্তাতে এটাই সব থেকে বড় সুবিধা। কোন…
পর্ব — ০৪ আইডিয়ার পরে কি?
কিছু ভুল আমরা এখানেই করে থাকি – যার কারণে আমরা অনেকে বিসমিল্লাতে শেষ হয়ে যাই। কি সেই ভুল?আইডিয়া সিলেক্ট করার পর আমরা সরাসরি চলে যাই প্রোডাক্ট কিনতে অথবা সার্ভিস হলে অফিস এবং অন্য সব করতে। যাতে আমরা ১০০% কনফিডেন্টের সাথে ইনভেস্ট করি এবং সব করার পর যখন মাঠে নেমে দেখি সেল হচ্ছে না তখন মাথায়…
পর্ব – ০৩ আইডিয়া —
আইডিয়া থেকে শুরু হয় একজন উদ্যোক্তার পথ চলা। অনেক ছোট আইডিয়া একসময় অনেক বড় হয়। ফুলে ফেঁপে বিশাল আকৃতি ধারণ করে। ফেসবুকের মালিক চিন্তা করেছিল তাঁর ক্লাসমেটদের সাথে যোগাযোগ এর মাধ্যম তৈরি করবে কিন্তু এখন এটা দুনিয়া ব্যাপী। শুরুর চিন্তা – আইডিয়া ছোট হলেও পাত্তা দেয়া উচিত। অনেকে চিন্তা করি আমি এত শিক্ষিত মানুষ এত…
দ্বিতীয় প্রশ্ন — কোন সমস্যা নিয়ে কাজ করবো। বা কি নিয়ে উদ্যোক্তা হব ?
উত্তর – এটা খুব কমন প্রশ্ন। বুঝলাম ডিজিটাল উদ্যোক্তা হব এবং ডিজিটাল মাধ্যম দিয়ে ব্যবসা শুরু করবো কিন্তু খুঁজে পাচ্ছি না শুরু করবো কি নিয়ে ? মানুষ সাধারণত ৩টী ব্যপারে টাকা খরচ করে – ১) solution 2) emotion 3) recreation সল্যুশন = সমাধানআমরা সারা দিনে কত সমস্যার সম্মুখীন হই – যেহেতু আমি হচ্ছি তাঁর মানে…
প্রথম প্রশ্ন —– ডিজিটাল উদ্যোক্তা কিভাবে হওয়া যায়?
উত্তর — উদ্যোক্তা মানে নিজের উদ্যোগ কিছু করা। যে উদ্যোগ নেয় সেই উদ্যোক্তা। আর যে অন্যের উদ্যোগে কর্ম করে সে চাকুরে। তাহলে সোজা ভাষায় বলতে পারি ব্যবসায়ী একেকজন উদ্যোক্তা। ডিজিটাল উদ্যোক্তা কি? ডিজিটাল ব্যবসা কি ? দুনিয়া যখন ডিজিটাল তখন অনেক কিছুই ডিজিটাল করা সম্ভব। সে ভাবে ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে কোন উদ্যোগ গ্রহণ করা…