Facebook Marketing Funnel
ডিজিটাল মার্কেটিং এর একটি গুরুত্বপূর্ন একটি পার্ট হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সব থেকে বড় জায়গা করে নিয়েছে ফেসবুক। বাংলাদেশে ফেসবুক মার্কেটিংকে বুস্টিং নামে পরিচিত করেছে 🙁 .
এখানে তিনটি ভিডিও দেয়া হয়েছে। যা আপনার বিজনেস ও মার্কেটিং বিষয়কে নতুন করে চিনিয়ে দিবে। ইনশাল্লাহ – আশা করছি ধৈর্য্য ধরে এই ভিডিও গুলো দেখবেন এবং কোন প্রশ্ন থাকলে জানাবেন 🙂
ভিডিও ০০১
প্রথম ভিডিওতে দেখিয়েছি কিভাবে আমরা সচারচর মার্কেটিং করছি। এতে কত ক্ষতি হচ্ছে? এবং কি কি করা উচিত। আমাদের ভুল কোথায় কোথায়? আশা করি আপনিও বুঝতে পারবেন ফুল ভিডিও দেখার পর।
ভিডিও ০০২
দ্বিতীয় ভিডিওতে দেখানো হয়েছে আসলে মার্কেটিং কি? কিভাবে প্লানিং করতে হয়? ফানেল কেন প্রয়োজন? আপনি কত টুকু অর্জন করতে পারেন? এটা কত সহজেই করা যায়?
ভিডিও ০০৩
এই ভিডিওতে দেখিয়েছি। ডিজিটাল মার্কেটিং অথবা ফেসবুক মার্কেটিং করার সঠিক স্টেপ গুলো কি কি? একেবারে প্লানিং থেকে সেল পর্যন্ত কি কি করতে হবে? সাথে আমাদের থেকে আপনি কি কি হেল্প পেতে পারেন।
Facebook Marketing Funnel – Part 002
দ্বিতীয় ভিডিও দেখার পর আপনার অবশ্যই মাথায় মার্কেটিং এ ফানেল কতটা জরুরী এখন বুঝে আসছে। পরের ভিডিও তে শুরু কিভাবে করবেন সে স্টেপ সমূহ এবং আমরা কিভাবে আপনাকে সাহায্য করতে পারি সে ব্যপারে বিস্তারিত জানাচ্ছি।
Facebook Marketing Funnel – Part 003
আমাদের সার্ভিস সমূহ —
ফ্রি সার্ভিস
- ফ্রি বিজনেস কনসাল্টেন্ট
- ব্যসিক মার্কেটিং ক্লাস
- ব্যসিক ফানেল তৈরি
- ফ্রি সেমিনার
প্রফেশনাল সার্ভিস
- ডিজিটাল মার্কেটিং সার্ভিস
- কন্টেন্ট সাপোর্ট
- ম্যানেজমেন্ট সার্ভিস
- ডিজিটাল উদ্যোক্তা সার্ভিস
- ওয়েব ডিজাইন + ডেভেলপমেন্ট
যেকোন প্রয়োজনে যোগাযোগ।
Online Tech Academy – House-145,Road No-03, Block-A, Niketon
Dhaka,Bangladesh-1212
Phone: 01701-351154 01940-435435
Email – [email protected]