অনলাইনে বিজনেস শুরু করতে গেলে আমরা বেশি কিছু কম সমস্যা ফেস করি,তাদের মধ্যে অন্যতম হচ্ছে,নিজের বিজনেসের নাম নির্বাচন করা।
বিজনেসের ক্ষেত্রে নাম এবং লগো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বিজনেসে সঠিক নাম নির্বাচন করা কেন গুরুত্বপূর্ন
- বিজনেস কে ব্র্যান্ড হিসাবে পরিচিত করার জন্যে
- ওয়ার্ড-অফ-মাউট মার্কেটিং এর জন্য
- নাম মনে রাখতে পারে, সার্চ করতে পারে
- গ্রাহকের কাছে ইউনিক ভাবে প্রেসেন্ট করার জন্য
কিভাবে ইউনিক নাম খুজে বের করবেন
এইটা ডিপেন্ড করে অনেক কিছুর উপর
যেমনঃ আপনি চাইলে আপনার পন্য বা সেবার সাথে হুবাহু মিল রেখে নাম নির্বাচন করতে পারেন,যেমনঃ Mr Burger,
সহজ শব্দ এবং বুজাই যাচ্ছে,তাদের বিজনেসের ধরন সম্পর্কে।
আপনি চাইলে আপনার নিজের নাম কে বিজনেস ব্র্যান্ড হিসাবে ক্রিয়েট করতে পারেন,যেমনঃ আকিজ গ্রুপ,আজিম ভাই প্রিমিয়াম,সাবাহ আর্ট,অহনা টেক্সটাইল।
আপনি যে পন্য বা সেবা নিয়ে কাজ করবেন তার সাথে রিলেটেড কি-ওয়ার্ড মিল রেখে,নাম নির্বাচন করতে পারেন ,যেমনঃ তাঁতিয়ানা (হাতের কাজ বা খাদি কাপড়ের শপ)
আপনি যদি বিখ্যাত খাবার বা বিখ্যাত অঞ্চল বা স্পেসিফিক টার্গেট নিয়ে কাজ করেন তাহলে ওইরকম নাম সেলেক্ট করতে পারেন যেমনঃ নড়াইল মিষ্টিন ভাণ্ডার
আপনি যদি নিদিষ্ট ক্যাটেগড়ি যেমন মিষ্টি,দেশি পন্য নিয়ে কাজ করেন তাহলে নাম হতে পারে–মিঠাই বাংলা,চাচা চা চাই।
খেয়াল রাখার বিষয়ঃ অনেক সময় আমরা কয়েকটা পন্য বা সেবা নিয়ে বিজনেস শুরু করি,এবং সময়ের সাথে সাথে বিজনেস বড় হলে,পন্য বা সেবা যোগ করি
তাই নাম এমন ভাবে নির্বাচন করা উচিত যাতে বিজনেসে কোন ধরনের প্রভাব না পরে
যেমন : কি লাগবে.xyz, Buying Express.com
এইরকম অনেক কিছুর উপর ডিপেন্ড করে আপনাকে নাম নির্বাচন করতে হবে
কিন্তু আপনি চাইলে নিচের বিষয়গুলার খেয়াল রেখে খুব সহজে ,আপনার বিজনেসের নাম নির্বাচন করতে পারবেন
নাম নির্বাচন করতে যে বিষয়গুলা খেয়াল রাখবেনঃ
- নাম খুব সহজ, ইউনিক ও অর্থবহ হয়
- উচ্চারণ ও লিখতে সহজ হয়, খেয়াল রাখতে হবে
- আপনার ব্যবসার সাথে মিল থাকে,এমন নাম নির্বাচন করতে হবে,যাতে মানুষ নাম শুনলে আপনার পন্য বা সেবার বিষয় ধারণা পায়।
- এমন শব্দ ব্যবহার করে নাম নির্বাচন করতে হবে,যাতে আপনার গ্রাহকের কাছে ,এই নাম অর্থবহ ও সেই স্মরণীয় হয়ে থাকে।
- যতটুক সম্ভব নাম টা Eye Catching হলে ভালো
- যতটুক সম্ভব নাম ৭ অক্ষর বা তার চেয়ে ছোট হয় তবে ভালো..
- নাম যদি দুইটি পদের বা দুই সিলেবল এর হয় তবে অনেক ভালো যেমন-Food Panda,Coca cola
- দেশের সংস্কৃতি,ঐতিহ্যে এবং টার্গেট কাষ্টমারের কথা চিন্তা করে নাম নির্বাচন করতে পারেন
যেমনঃতাঁতিয়ানা,দেশি পন্য,
আপনি যেহেতু বিজনেসের নাম দিয়ে,ভিসিটিং কার্ড, সোশ্যাল মেডিয়া একাউন্ট, ওয়েবসাইট সহ সকল প্রকার ডকুমেন্ট করবেন তাই নাম নির্বাচনের সময়,
সেই নামে ,সোশ্যাল মেডিয়া একাউন্ট বা ডোমেইন নেইম,কপিরাইট বিষয়গুলা আছে কিনা খেয়াল রাখতে হবে
অনলাইনে চেক করতে নিচের ২টি টুলস ব্যবহার করতে পারেন
১. https://www.namecheckr.com/
৩. https://leandomainsearch.com
৪. https://www.hosting24.com/domain-checker
আশা করি এই ব্লগের মাধ্যমে আপনারা উপকৃত হয়েছেন,যারা নতুন বিজনেস শুরু করবেন তাদের জন্য শুভ কামনা।
কোন ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট করুন,ভালো লাগলে শেয়ার করুন।ধন্যবাদ