মার্কেটিং হোক ডিজিটাল হোক এনালগ – সর্ব প্রথম আপনাকে জানতে হবে কিছু মার্কেটিং ব্যাসিক।
inbound or outbound কিভাবে আপনি প্লান সাজাবেন তা পুরাপুরি নির্ভর করে আপনার উপর |
InBound – অন্তর্মুখী
এই মার্কেটিং হচ্ছে আপনি এমন ভাবে মার্কেটিং করবেন যাতে মানুষ আপনার কাছে আসবে। যেমন, খুব সাজানো গোছানো এবং ইনফরমেশন নিয়ে একটা ব্লগ পোস্ট। যেটা পড়লে মানুষ অনেক উপকৃত হয়। তখন সে সেই প্রোডাক্ট বা সার্ভিসের জন্য আপনার কাছেই আসবে।
এই মার্কেটিং এ মানুষ কম কিন্তু সেল বেশি হয়। কারণ সবাই হইতো খুঁজতে যায় না বা খুঁজলেও আপনাকে পাবে না। তবে যে পাবে সে হইতো ক্রয়ের জন্য খুজতেছিলো।
OutBound – বহির্গামী
এই মার্কেটিং সিস্টেমে আপনি মানুষের কাছে পোঁছাবেন। যেমন, আপনি ফেসবুকে পেইড অ্যাড রান করলেন। ফেসবুক ২ লক্ষ মানুষের কাছে এই অ্যাড দেখালো এখন আসলে এই ২ লক্ষ মানুষের মধ্যে হইতো সর্বচ্চ ৫ হাজার মানুষ আগ্রহী বাকি সবাই কিন্তু আগ্রহী না বা বর্তমান প্রয়োজন না।
এই মার্কেটিং এ বেশি মানুষের কাছে পৌঁছে কিন্তু সত্যিকারের ক্রেতা সংখ্যায় কম।
আশা করি উপরের ভিডিও এবং এই ছোট্ট আর্টিকেল দিয়ে বুঝতে সক্ষম হয়েছি ।