উত্তর — উদ্যোক্তা মানে নিজের উদ্যোগ কিছু করা। যে উদ্যোগ নেয় সেই উদ্যোক্তা। আর যে অন্যের উদ্যোগে কর্ম করে সে চাকুরে। তাহলে সোজা ভাষায় বলতে পারি ব্যবসায়ী একেকজন উদ্যোক্তা। ডিজিটাল উদ্যোক্তা কি? ডিজিটাল ব্যবসা কি ? দুনিয়া যখন ডিজিটাল তখন অনেক কিছুই ডিজিটাল করা সম্ভব। সে ভাবে ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে কোন উদ্যোগ গ্রহণ করা…